Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

২০২৩-২৪ অর্থবছরে সঞ্চয়পত্রের অর্জিত মুনাফা হতে কর্তিত উৎসে কর প্রত্যয়নপত্র জেলা সঞ্চয় অফিস/ব্যুরো ,সাতক্ষীরা  হতে বিতরণ করা হচ্ছে।                 জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরো, খুলনার কার্যক্রম শুরু হয়েছে। ঠিকানাঃ ৭৩১, যশোর রোড, দৌলতপুর, খুলনা (পূবালী ব্যাংকের ৩য় তলা)। সঞ্চয় সেবা গ্রহণে জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরো, খুলনাতে যোগাযোগ করুন।


কী সেবা কীভাবে পাবেন

কি সেবা কিভাবে পাবেন

 

ক্রমিক নং

 

সেবার নাম

 

সেবা প্রাপ্তির করনীয়

 

প্রযোজ্য ফি

 

সেবা প্রদানকারী

 

সেবা প্রদানের সময়কাল

সঞ্চয়পত্রে বিনিয়োগ বিষয়ে পরার্মশ ও বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়।

অফিসে এসে সহকারী পরিচালকের সাথে কথা বলতে হবে

নেই

অফিসের কর্তকর্তা ও কর্মচারীবৃন্দ

তাৎক্ষণিক

সঞ্চয় পত্রের বিভিন্ন প্রকল্পের ফরম বিনামূল্যে বিতরণ করা হয়।

অফিসে আসতে হবে

নেই

অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ

তাৎক্ষণিক

পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক ও বাংলাদেশ সঞ্চয়পত্র বিক্রয় করা হয়।

অফিসে এসে প্রয়োজনীয় কাগজপত্র সমূহ সর্ম্পকে

অবগত হওয়া এবং সে অনুযায়ী কাগজপত্র দাখিল করা।

সঞ্চয়পত্রের মূল্যমান অনুযায়ী নামমাত্র ফি

অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ

সবের্বাচ ৩০ দিন

বিক্রিত সঞ্চয় পত্রের মুনাফা প্রদান ও নগদায়ন করা হয়।

অফিসে এসে প্রয়োজনীয় কাগজপত্র সমূহ সর্ম্পকে

অবগত হওয়া এবং সে অনুযায়ী কাগজপত্র দাখিল করা।

সঞ্চয়পত্রের মূল্যমান অনুযায়ী নামমাত্র ফিঅফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ৭ দিন